× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত ৫

ডেস্ক রিপোর্ট

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (৩ জানুয়ারি) যশোরে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে যোগ গিয়ে পদদলিত হয়ে অন্তত জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের দাবি অন্তত ৩০ জন আহত হয়েছেন।

যশোরে শহরতলীর পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত হন।

আহত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। সময় ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এতে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বলেন, মাহফিলে আহত জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হতাহতের তথ্য এখনও নিশ্চিত হতে পারিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.