গতকাল (৩
জানুয়ারি) যশোরে ড. মিজানুর
রহমান আজহারীর মাহফিলে যোগ গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত
হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের দাবি অন্তত ৩০ জন আহত
হয়েছেন।
যশোরে শহরতলীর
পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত
হন।
আহত
ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় ভেতরে
আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এতে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ
ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বলেন, মাহফিলে আহত ৫ জন যশোর
জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
এ
বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হতাহতের তথ্য এখনও নিশ্চিত হতে পারিনি।